আবারও উঠছে দুর্নীতির অভিযোগ

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর বা SI-র চাকরির পরীক্ষা।

আর সেই পরীক্ষাতেও হল ভরপুর দুর্নীতি। পরীক্ষার আগেই পেপার লিক হওয়ার প্রতিবাদে ফের একবার সরগরম রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে পাবলিক সার্ভিস কমিশনের সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি আশার আলো জাগিয়েছিল। ৪৮০টি পদের জন্য প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল।

মোট ৬ শিফটের এই পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল PSC। পরীক্ষার শিডিউল পরপর থাকায় প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতেও নিষেধাজ্ঞা জারি করেছিল PSC। এতকিছুর পরেও প্রশ্নপত্র লিক করার অভিযোগে সরগরম রাজ্য। তবে কেবল প্রশ্নপত্রই নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে SI পরীক্ষার ‘অ্যানসার কি’।

You May Also Like