নির্বাচন পূর্বে হাইকোর্টকে ধন্যবাদ জানালেন অভিষেক

0 min read

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বহু টানাপোড়েন শেষে বিরোধীদের করা মামলায় আদালতের স্পষ্ট নির্দেশ রাজ্যে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট হবে।

এবার বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কলকাতা হাই কোর্টকে ‘ধন্যবাদ’ জানালেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতার মতে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়টি আদতে তৃণমূলের জন্য ‘শাপে বর’ হয়েছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আসেন অভিষেক।

নেতা বলেন, ‘‘আমরাও তো চাইছি কেন্দ্রীয় বাহিনী আসুক! প্রতি বুথে বাহিনী মোতায়েন করা হোক। একজনের জায়গায় ১০ জন দেওয়া হোক। কমিশনই এর সঠিক জবাব দিতে পারবে। তবে আমার মনে হয়, কমিশনের হয়তো মনে হয়েছিল, তার অধিকার বা এক্তিয়ারের জায়গাটা সঙ্কুচিত হয়ে যাচ্ছে। ভোটে কী ব্যবস্থাপনা থাকবে, তা স্থির করার এক্তিয়ার শুধু তাদেরই রয়েছে। তাই হয়তো ইতস্তত করেছিল।” ভোটের ঠিক আগে আরও একাধিক বিষয় তুলে এদিন কেন্দ্র সরকারকে জোর আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

You May Also Like