ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা অভিষেকের

0 min read

পূর্বেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকার, এবার সাহায্যের হাত বাড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ানো হলো বরাদ্দ অর্থের পরিমাণ। গত ৩১ মার্চ কয়েক মুহূর্তের ঝড়, ছারখার হয়ে যায় ময়নাগুড়ি, জলপাইগুড়ির বহু এলাকা।

ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু পরিবার। সেদিন রাতেই উত্তরবঙ্গ ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচন কমিশনের নির্ধারিত অঙ্কের বাইরে গিয়ে দুর্গতদের জন্য ত্রাণ সাহায্যের ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বেশি ক্ষতিগ্রস্ত বাড়ি সারাতে ২০,০০০ এবং কম ক্ষতিগ্রস্ত বাড়ি সারাতে ৫,০০০ টাকা দেওয়া যাবে। তবে ক্ষতিগ্রস্তদের আক্ষেপ, এই অর্থ দিয়ে টিনের ছাউনি দেওয়া ঘর বানানো যাবে না। ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে আরও ৪০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক।

You May Also Like