সনাতন জীবন নিয়ে ড. দীনেশ শাহরা রচিত বই সিরিজের মোড়ক উন্মোচন

1 min read

প্রখ্যাত শিল্পপতি, জনহিতৈষী ও সর্বাধিক-বিক্রিত লেখক শ্রীদীনেশ শাহরা ১৬ সেপ্টেম্বর কলকাতায় আলিপুরের তাজ বেঙ্গলে ব্যাতিক্রম গ্রুপ আয়োজিত সনাতন জীবনযাত্রার উপর লিখিত তাঁর গ্রন্থাবলী সিরিজের মোড়ক উন্মোচন করেন। দূরদর্শী চিন্তাবিদ ডঃ দীনেশ শাহরা সনাতনের আদর্শ তুলে ধরার জন্য তার পুস্তকাবলী রচনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সনাতন লিভিং’ সিরিজের লেখক ড. দীনেশ শাহরা, অশোক শেঠিয়া, শ্যাম সুন্দর নাঙ্গালিয়া, ড. পামেলা পাল দাস, মিসেস ইউনিভার্স; বিজয় আগরওয়াল, এসএনইউ’র ডিন অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়; সুদীপ্ত রায় চৌধুরী (এনএসএইচএম কলেজ অফ ম্যানেজমেন্টের অধ্যাপক), ড. সৌমেন ভারতীয় (প্যাট্রন-ইন-চিফ, ব্যাতিক্রম গ্রুপ) এবং আরও অনেকে।

এদিনের কর্মসূচিতে ছিল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান ও সনাতন মূল্যবোধের উপর ভিত্তি করে সামগ্রিক জীবনযাপন সম্পর্কে আরজে রায়ের সঙ্গে ডঃ দীনেশ শাহরার একটি মতবিনিময় অনুষ্ঠান। ডাঃ শাহরা বলেন, “যখন আমরা একটি আধ্যাত্মিক জীবনধারা গ্রহণ করি যার মধ্যে দৈনন্দিন আচার, অনুশীলন ও চিন্তাভাবনা অন্তর্ভুক্ত থাকে, তখন আমরা আমাদের অবচেতনে বেঁচে থাকার প্রবণতাগুলি সঞ্চয় ও ভোগ করার প্রবণতাগুলি কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রচুর আধ্যাত্মিক শক্তির উপর জোর দিতে হয়। আমি এটাও বিশ্বাস করি যে আমাদের সাফল্যের প্রকৃত পরিমাপ তখনই হবে যখন আমাদের ভবিষ্যত প্রজন্ম খোলাখুলিভাবে ও গর্বের সঙ্গে সনাতন সংস্কৃতিকে গ্রহণ করবে এবং অন্তর্ভুক্তি ও সম্প্রীতির চেতনা নিয়ে জীবনযাপন করবে।”
অনুষ্ঠানের আয়োজক ড. সৌমেন ভারতীয় বলেন, “এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজক হতে পেরে এবং বইটির লেখক ড. দীনেশ শাহরার উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করতে পেরে আমরা সত্যিই সম্মানিত বোধ করছি।”

অনুষ্ঠানের পরে সনাতন লিভিং সিরিজ ও আরজে অয়ন্তিকার সঙ্গে একটি প্রশ্নোত্তর অধিবেশনের পাশাপাশি শ্রীদীনেশ শাহরার গাওয়া মিউজিক ভিডিয়ো (তেরে নাম কা) উদ্বোধন করা হয়। বিশুদ্ধতা ও আধ্যাত্মিক মঙ্গলের প্রতীক হিসাবে অতিথিদের তুলসী গাছ উপহার দেওয়া হয়েছে।

You May Also Like