উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দূরীকরণের দাবিতে পথে নামলো ABVP

1 min read

অবিলম্বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দূর করতে হবে এই দাবি তুলে পথে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিট। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করা হয়।

ছাত্র সংগঠনের অভিযোগ, উত্তরবঙ্গে নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ফিন্যান্স অফিসার সহ আধিকারিকেরা ফলে বর্তমানে অচলবস্থার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়। তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে উপাচার্য নিয়োগের দাবি তোলা হয়।

এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক শুভব্রত অধিকারী জানান, হাজার হাজার ছাত্র-ছাত্রী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন, উৎকর্ষতার জন্য এই প্রতিষ্ঠান, শুধু বাংলা নয় পুরো ভারতবর্ষে বিখ্যাত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে হবে না হলে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসার হুমকিও দেন।

You May Also Like