মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা অনুযায়ী বন্ধ হল অনুদান

0 min read

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন এই দুর্গাপূজা নিয়ে দুর্গাপুজোয় রাজ্যের ক্লাবগুলিকে যে আর্থিক অনুদান রাজ্য সরকার প্রদান করে সেই নিয়ে জোড় চৰ্চা চলছে।

এই আবহেই এবার ক্লাবগুলিকে দেওয়া আর্থিক অনুদান নিয়ে বিরাট ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ক্লাব সংগঠনগুলি ‘পরিকাঠামো উন্নয়নের জন্য’ আর কোনও সরকারি টাকা দেওয়া হবে না। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাছাই করা কিছু ক্লাবগুলির পরিকাঠামোর উন্নতির জন্য ৫ লক্ষ অনুদানের কথা ঘোষণা করেন।

সূত্রের খবর, বিগত কয়েক বছর ধরে অনুদান হিসেবে যে টাকা ওই ক্লাবগুলিকে দেওয়া হয়েছিল তার খরচের হিসাব জমা করতে বলা হয়েছিল। তবে বেশিরভাগ ক্লাবই নিয়ম মেনে খরচের কোনও হিসাব জমা দিতে পারেনি। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

You May Also Like