আদানির জবাবের পাল্টা মার্কিন সংস্থার তরফে

1 min read

উঠতে থাকা সমস্ত অভিযোগ মিথ্যে, এমনই দাবি করছে আদানি গোষ্ঠীর তরফে। কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ার দর বাড়িয়েছে ভারতের অন্যতম ধনী গৌতম আদানির গোষ্ঠী। এমনই দাবি করেছে আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ’। তাঁদের এই অভিযোগ আসতেই পাল্টা বক্তব্য রেখেছে আদানি গোষ্ঠীও।

কিন্তু আমেরিকান সংস্থা নিজেদের অবস্থানে অনড় থেকে আদানি গোষ্ঠীর উদ্দেশ্যে বলেছে, জাতীয়তাবাদের নাম করে কারচুপিকে লুকোতে পারা যাবে না। কারচুপি কারচুপিই, তা সে যে-ই করে থাকুক। এই ক্ষেত্রে সংস্থার এও বক্তব্য, নিজেদের সাফল্যকে ভারতের সাফল্যের সঙ্গে গুলিয়ে ফেলেছেন আদানি গোষ্ঠী। তবে আদানি গোষ্ঠীকে নিয়ে কথা বলা যে ভারতের বিরোধিতা নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছে ‘হিন্ডেনবার্গ’। তারা বলছে, ভারতের গণতন্ত্রের ওপর তাঁরা আস্থা রাখে। ভারত শীঘ্রই বিশ্বের শক্তিশালী দেশগুলির তালিকায় ঢুকতে চলেছে।

দাবি করা হয়েছে, গত এক দশক ধরে নিজেদের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম কৃত্রিম ভাবে বাড়িয়েছে আদানি গোষ্ঠী। গত ৩ বছরে কারচুপি করে গৌতম আদানির ১২ হাজার কোটি ডলারের নিট সম্পদের ১০ হাজার কোটি এসেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, আদানি গ্রুপের ঘাড়ে প্রচুর ঋণ রয়েছে যা এই প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে নড়বড়ে করে তুলেছে। হিন্ডেনবার্গের রিপোর্টটি ছিল ৩২ হাজার শব্দের। তার পরিপ্রেক্ষিতে ৪১৩ পাতার জবাব দেন আদানিরা।

You May Also Like