৩৩ দিন পর বাড়ির বাইরে মুখ্যমন্ত্রী, গন্তব্য রেড রোডের কার্নিভাল

1 min read

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন ও দুবাই সফর সেরে কলকাতায় ফিরেছিলেন।তার পরের দিন পায়ের পুরনো জায়গায় নতুন করে চোট পাওয়ায় এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাই ২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শে গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। তবে শুক্রবার ৩৩ দিন পর তিনি বাড়ি থেকে বেরিয়ে বিকালে যেতে চলেছেন রেড রোডের পুজো কার্নিভালে।

নন্দীগ্রামে বিধানসভার ভোট প্রচারের সময় পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেই সময় তিনি এত দিন ঘরবন্দি থাকেননি। দিন কয়েক হাসপাতালে কাটিয়েই প্রচারে বেরিয়ে পড়েছিলেন।কিন্তু এবার স্পেন সফরে গিয়ে তাঁর পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পান মুখ্যমন্ত্রী।তা গুরুতর আকার নেয়।

সেই জন্যই কলকাতায় ফিরে এসএসকেএমে গিয়ে চিকিৎসা করান মমতা এবং তাঁরা তাঁকে হাঁটাচলা বন্ধ করে বাড়িতে থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে এখন এই মুহূর্ত অনেকটাই সেরে উঠেছেন তিনি।শুক্রবার বিকালে তিনি যেতে চলেছেন পূজো কার্নিভালে। সেখানে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।   

You May Also Like