পুজোর পর আরও আকর্ষণীয়  শিলিগুড়ির বেঙ্গল সাফারি

1 min read

পুজোর পর আরও আকর্ষণীয় হয়ে উঠবে শিলিগুড়ির নর্থবেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক বা বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি দেশ বিদেশের পর্যটকদের কাছে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেকথা মাথায় রেখে সাফারি পার্ককে আরও আকর্ষণীয় করতে পুজোর পর চালু হবে লায়ন সাফারি।  সেইসঙ্গে ভিজিটরদের জন্য টাইগার এনক্লোজার ছেড়ে দেওয়া হবে রিকার সদ্যোজাত তিন শাবককে। তিন সপ্তাহ আগে রয়্যাল বেঙ্গল টাইগার রিকা তিনটি শাবকের জন্ম দেয়। তার কিছুদিন আগেই তার বোন কিকা দু’টি শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু, জন্মের পরপরই সেই দু’টি শাবক মারা যায়। তাই রিকার তিনটি শাবককের প্রতি পার্ক কর্তৃপক্ষ সর্বক্ষণ নজর রেখেছে।

শুক্রবার বেঙ্গল সাফারিতে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ কথা জানান। তিনি বলেন, রিকার তিনটি শাবক সুস্থভাবে বেড়ে উঠছে। সর্বক্ষণ চিকিৎসকরা নজর রোখছেন। বনমন্ত্রী বলেন, বেঙ্গল সাফারিতে আরও কিছু বন্যপ্রাণী আনা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই পার্ককে আকর্ষণীয় করে তুলতে পুজোর পর শুরু হবে লায়ন সাফারি। টাইগার সাফারির ক্ষেত্র বাড়ানো হয়েছে। শুরু হবে সাপ প্রদর্শনী। সেইসঙ্গে জলচর নানা ধরনের প্রাণী ও বন্যপ্রাণী এই পার্কে আনা হবে।  সাফারিতে টিকিটের চাহিদা বেড়ে চলেছে। পর্যটন মরশুমে টিকিটের চাহিদা ব্যাপক থাকে। কিন্তু, টুরের জন্য বাসের সংখ্যা কম হওয়ায় সাফারিতে সকলের আশা পূরণ করা যায় না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কেউ যাতে সাফারি করা থেকে বঞ্চিত না হন তারজন্য বাসের সংখ্যা বাড়ানো হবে। এখন সাফারিতে ন’টি বাস চলছে। আমরা ২০-২৫টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি।ছোটদের মনোরঞ্জনের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।বনমন্ত্রী  জ্যোতিপ্রিয় বলেন, পার্কে ঘুরতে এসে শিশুরা যাতে একঘেয়েমিতে ক্লান্ত হয়ে না পড়ে তারজন্য তাদের বিনোদনে বিশেষ ব্যবস্থা করা হবে। ছোটদের জন্য রোপওয়ে সহ বিনোদনের নানা সরঞ্জাম

You May Also Like