বিগত বেশ কিছুদিন পর আজ বড় স্বস্তি বঙ্গের কোভিড গ্রাফে

1 min read

করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ তবে এই পরিস্থিতি আজ আবার কিছুটা স্বস্তি দিয়েছে বাংলার কোভিড গ্রাফ। খানিকটা কমেছে দৈনিক আক্রান্ত। কমেছে অ্যাকটিভ কেসও।

সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়, কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছিল। কিন্তু আজ অনেকটাই স্বস্তি বঙ্গের কোভিড গ্রাফে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ৯০-এর নীচে। তবুও সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। সামনে দুর্গাপুজো, তাই সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে ভিড়ের কারণে তাও আশঙ্কা। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৮৯ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ০৭ হাজার ৯৭৭ জন।

মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৫৫ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৮৪ হাজার ৫০০ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৫ হাজার ০৫৭ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ১.৭৬ শতাংশে।

You May Also Like