জয় লাভের পর আসানসোল থেকে বিজেপিকে এক হাত নিলেন মমতা

0 min read

সম্প্রতি হওয়া উপনির্বাচনে আসানসোলে বড় রকম সাফল্য লাভ হয়েছিল রাজ্যের শাসক শিবিরের। লোকসভা উপনির্বাচনে জয় লাভের পর এই প্রথম আসানসোল সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েই বিজেপিকে যেমন একহাত নিলেন ঠিক তেমনভাবেই প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্য। তাঁকে ধন্যবাদ জানিয়ে এদিন মমতা বলেন, আসানসোলের মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে, তাঁদের খামোশ করে দিয়েছে।

এই জয়ের আগে পর্যন্ত আসানসোলে চলেছে বিজেপির হাওয়া। বাবুল সুপ্রিয় সাংসদ ছিলেন সেখানে। কিন্তু গত বছরই তিনি যোগ দেন তৃণমূলে। তাই এই আসানসোলের লড়াই একদিকে বিজেপির জন্য ছিল প্রত্যাবর্তনের, অন্যদিকে তৃণমূলের জন্য ছিল পরিবর্তনের। আখেরে ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই জয়ের হাসি ফুটিয়েছেন।

সেই প্রসঙ্গেই মমতা বলেন, বিজেপি আসানসোল থেকে যোগ্য জবাবটাই পেয়েছে। তাই আসানসোলবাসী এবং শত্রুঘ্ন সিনহাকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। উল্লেখ্য, বিজেপির লোকসভা পদপ্রার্থী অগ্নিমিত্রা পলকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন শত্রুঘ্ন। যা লোকসভা উপনির্বাচনের ক্ষেত্রে এক রেকর্ড ছিল বটে।

মমতা এদিন আরও বলেন, আসানসোলের সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু তাঁকে বিজেপির পছন্দ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এক নির্বাচনে এত ভোটে বিজেপিকে হারানো তাদের মুখের ওপর জবাব দেওয়া। একই সঙ্গে তিনি জানান, আসানসোল নতুন জেলা, এখানে পুলিশ কমিশনারেট তৈরি করা হয়েছে, পাশাপাশি মাল্টি স্প্যেশালিটি হাসপাতাল, নজরুল বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে।

You May Also Like