ফের বিজেপি ছেরে তৃণমূলে যোগদান বাড়াচ্ছে চিন্তা

0 min read

পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে ভাঙ্গন। কোচবিহার জেলায় বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েত ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ একজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর হাত থেকে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু সরকার এবং পঞ্চায়েত সদস্য অধীর সরকার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দেয়।

কোচবিহার জেলার ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই একটি মাত্র গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে রয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতে ১৪ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নয়টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করে। স্বাভাবিকভাবেই গ্রাম পঞ্চায়েত টি দখল করে বিজেপি। এবার বিজেপির সেই নয় জন পঞ্চায়েত সদস্যের মধ্যে উপপ্রধান সহ আরো এক জন পঞ্চায়েত সদস্য আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পঞ্চায়েত সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় সমান সমান।

You May Also Like