রুপ ধরে রাখার জন্য কীকরেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য

0 min read

পঞ্চাশেও ভেটে পড়ছে জেল্লা। যার রুপে এক কোথায় মুগ্ধ গোটা পৃথিবী? তিনি আর কেউ না বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। ১৯৯৪ সালে ঐশ্বর্যর মাথায় জায়গা পেয়েছিল এই মিস ওয়ার্ল্ড খেতাব। বিশ্বের অন্যতম সুন্দরীদের মধ্যে তিনি একজন। তার শরীরে নাকি এক ফোটা খুদ নেই। কিন্তু কীকরে নিজের রুপ ধরে রেখেছেন তিনি? ফাঁস হল রহস্য।

সৌন্দর্যর আসল চাবিকাটি হিসেবে ঐশ্বর্য মনে করেন হাইড্রেশনকে। তাই তিনি ত্বককে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে জল পান করেন। এছাড়া ছোটথেকেই ত্বকের যত্ন নিতে ভালোবাসেন রাইসুন্দরী। তবে কোন কেমিক্যাল প্রোডাক্ট নয়, ত্বকের যত্ন নিতে তিনি অ্যারোমাথেরাপিতে বিশ্বাসী। কারণ অ্যারোমাথেরাপি শরীর ও মন দুই সতেজ রাখে। ক্যামোমাইল, ইউক্যালিপটাস, স্যান্ডেলউড বিভিন্ন এসেনশিয়াল অয়েল ঐশ্বর্যের পছন্দের তালিকায় রয়েছে।

এছাড়াও প্রাক্তন বিশ্বসুন্দরী মনে করেন সৌন্দর্য ধরে রাখতে চাইলে দুশ্চিন্তাকে একদম দূরে সরিয়ে রাখতে হবে। এছাড়াও তেল মশলাযুক্ত খাবার একদম খাননা তিনি। পাশাপাশি কোনদিনও তিনি ধূমপান কিংবা তামাকজাত দ্রব্য সেবনও করেনি। নিয়মিত করেন শরীরচর্চা।

You May Also Like