অনলাইন টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

1 min read

উত্তর দিনাজপুর জেলার রানিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের সোলার লাইট, সহ সোলার পাম্প সেট, ঢালাইয়ের রাস্তা সহ হাইড্রেনের কাজের টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।লিখিত অভিযোগ করণদিঘি ব্লক বিডিও অফিসে, জেলাশাসক দপ্তরে, মহাকুমা  শাসকের দপ্তরে এবং রানিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান কাছে।

অভিযোগকারী সুরজ ঘোষ জানান, রানিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতে ১৯ শে জানুয়ারি ৪ টি কাজের জন্য অনলাইন টেন্ডারের মাধ্যমে কয়েকজন ঠিকাদার ভুয়ো কাগজ পত্র দেখিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করে। তার বক্তব্য অনলাইনের মাধ্যমে রানিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের কাজের টেন্ডার ফর্ম জমা করেছে, তারা সরকারি কাজ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। যাতে তারা এই ভুয়ো কাগজ পত্রের মাধ্যমে কোনো টেন্ডার না পায়, তাই অভিযোগ করেছি।

অভিযোগ কারী এক ঠিকাদার দীপক কুমার সিংহ জানিয়েছেন রানিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আজিজুর রহমান টাকার বিনিময়ে ভুয়ো কাগজ পত্র তৈরি করে নিজের বোন জামাই সহ ভাইকে অনলাইন টেন্ডার করার সহযোগিতা করছে।যেভাবে তারা ভুয়ো কাগজ পত্র তৈরি করেছে তাদের ঠিকাদার লাইসেন্স বাতিল করতে হবে। এছাড়াও উক্ত কাজের জন্য অনলাইন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব গুলি টেন্ডার বাতিল করে নতুন ভাবে আবার টেন্ডার প্রক্রিয়া করতে হবে।

You May Also Like