বিনা নোটিশে স্কুল শিক্ষককে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে

0 min read

সরকারি নির্দেশিকা ছাড়াই এক শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো স্কুল পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর এই অভিযোগ যাদের বিরুদ্ধে তারা ওই শিক্ষককে জোর করে বের করে দেওয়ার বিষয়ে যা সাফাই দিলেন সেটাই যে তাদের যুক্তির স্ববিরোধী হয়ে যাচ্ছে তাও মানতে চাইলেন না তারা।এমনই অবাক করা কান্ড ঘটেছে চোপড়া ব্লকের সোনাপুর এলাকার টাটু সিং উচ্চ বিদ্যালয়ে।

জানা যায়, স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ভবেশ কর স্কুলে এসে হাজিরা খাতায় সই করতে গেলে গোলমাল বাধে। অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক সহ তৃণমূল কংগ্রেসের নেতারা ভবেশবাবুকে হাজিরা খাতায় সই করতে বাধা দেন এবং স্কুল থেকে বের করে দেন। গোটা ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের সহমত ছিল বলেও অভিযোগ ওঠে। আজ ভবেশ কর স্কুলের গেটের বাইরে অবস্থানে বসে পড়েন। গত মাসে তার বেতন শুন্য করে দেওয়া হয়। অভিযুক্ত ওই শিক্ষককের দাবি তাকে বরখাস্ত করার কোনও নির্দেশিকার কাগজ দিচ্ছেন না কেউ। তার বেতন বন্ধ করার কোনও নির্দেশিকা দেখাচ্ছেন না কেউ। কিন্তু তবুও তার বেতন শুন্য করে দেওয়া হয়। তাকে বল প্রয়োগ করে হাজিরা খাতায় সই করতে দেওয়া হয়নি।
অপরদিকে, সংবাদ মাধ্যমের সামনে এই বিষয় নিয়ে তেমন কোনো কিছুই বলতে চাননি স্কুলের প্রধান শিক্ষক।

You May Also Like