লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা না হলেও নিবিড় প্রচার সেরে চলেছে শাসক ও বিরোধীদল

1 min read

লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা না হলেও নিবিড় প্রচার সেরে চলেছে শাসক ও বিরোধীদল।বিগত লোকসভায় রাজ্যে বিজেপি ভালো ফল করায় তাদের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে।তাদের মতে গতবারের লোকসভা নির্বাচনের তুলনায় এবার সিট আরোও বাড়বে।তবে একবিন্দু জায়গা ছাড়তে নারাজ রাজ্যের শাসকদল তৃনমুল কংগ্রেস। তারা এবার ৪২ শে ৪২টি সিট নিয়ে বিজেপিকে ধূলিসাৎ করতে মরিয়া।

সেই পরিপেক্ষিতে ক্ষমতা প্রদর্শনের তাগিদে  আগামী ১০ই ফেব্রুয়ারি ব্রিগেড সভার ডাক দিয়েছে তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এই জমায়েতের মধ্য দিয়েই  লোকসভা ভোটে তৃণমূল কে  ভোট দিয়ে জয় করার বার্তা দেবেন তিনি।আর সেই জমায়েতকে স্বার্থক করতে ময়দানে নেমেছে শাসক দলের নেতা কর্মীরা।বুধবার ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অন্তর্গত অম্বিকানগরে দেওয়াল লিখনের মধ্য দিয়ে  এলাকায় প্রচারমুখী অভিযান চালানো হয় তৃনমুলের পক্ষ থেকে।

তুলি হাতে দেওয়াল লিখেন ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক, সহ-সভাপতি গৌতম গোস্বামী,প্রধান সুনীতা রায় চক্রবর্তী,উপ-প্রধান আনন্দ সিনহা।দেবাশীষ প্রামানিক জানান,রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত।মানুষ সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে লোকসভা ভোটে বিপুল ভোটে তৃনমুলকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

You May Also Like