যুব সম্প্রদায়ের ক্ষমতায়নে ‘অমৃত পিড়ি’

1 min read

দেশের যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন ও সেই ক্ষমতায়নের স্বপ্নকে বাস্তবায়িত করতে জাতীয় শিক্ষা নীতিতে ‘অমৃত পিড়ি’ প্রণয়ন সহ  অর্থনৈতিক নীতিগুলি গ্রহণ করা হয়েছে। সংসদে ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেট  পেশ করার সময় কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন এই কথা বলেন।

কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ সাতটি অগ্রাধিকার গ্রহণ করেছে।  যা একে অপরের পরিপূরক পথপ্রদর্শক ‘সপ্তর্ষি’ হিসেবে কাজ  করবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল যুব শক্তি। এটি এমন একটি অগ্রাধিকার ক্ষেত্র যার মধ্যে দক্ষতা উন্নয়ন অন্তর্ভুক্ত। আগামী তিন বছরের মধ্যে কয়েক লক্ষ যুবকদের দক্ষ করার জন্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪.০ চালু করা হবে।

এই স্কিমের অন্তর্গত ইন্ডাস্ট্রি ৪.০ এর জন্য  নতুন যুগের কোর্স যেমন কোডিং, এআই, রোবোটিক্স, মেকাট্রনিক্স, আইওটি, 3ডি প্রিন্টিং, ড্রোন এবং সফট স্কিলগুলিকে কভার করবে৷ এমনকি আন্তর্জাতিক স্তরে যুবা বর্গকে দক্ষ করে তোলার জন্য বিভিন্ন রাজ্যে ৩০টি স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার স্থাপনেরও প্রস্তাব দেন নির্মলা সীতারমণ। এছাড়া প্যান-ইন্ডিয়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের অধীনে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার রোল-আউট ঘোষণা করেছেন সীতারমণ। যাতে তিন বছরে ৪৭ লক্ষ যুবকদের স্টাইপেন্ড সহায়তা দেওয়া যায়।

You May Also Like