আর কিছুটা সময়ের মধ্যেই নির্ধারিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য

1 min read

আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা। তারপরেই নির্ধারণ হবে কয়েক লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য। প্রকাশিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। আর কিছুক্ষনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিকেল চারটে থেকে ওয়েবসাইট, এসএমএসের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। আজ বিকেলে wbresults.nic.in, www.exametc.com -এ নিজেদের ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। গতবার উচ্চ মাধ্যমিকের শেষ তিনদিনের পরীক্ষা হয়নি। তাই মেধাতালিকা প্রকাশ করা হয়নি। এবার তো করোনাভাইরাসের জেরে পুরো পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল।

সংসদের তরফে জানানো হয়েছে, যেহেতেু বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ায় নম্বর দেওয়া হয়েছে, তাই এবারও মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। তবে পড়ুয়াদের হাতে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। যা আগামিকাল (শুক্রবার) মার্কশিটের সঙ্গে সংসদের ক্যাম্প থেকে স্কুলগুলিকে বিতরণ করা হবে। তারপর তা স্কুলগুলি থেকে করোনা বিধি মেনে অভিভাবক বা পড়ুয়াদের তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংসদ। সবে মাত্র গতকালই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। পাশের হার ছিল ১০০ শতাংশ। এবার আজ উচ্চমাধ্যমিকে কেমন হবে ফল, সেটাই এখন দেখার।

You May Also Like