ধেয়ে আসছে আরো এক ঘূর্ণিঝড়

1 min read

চলতি বছর বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। পূর্বের ঘোষণা অনুযায়ী দুর্গা পুজোয় বৃষ্টি হয়েছে রাজ্যে৷ লক্ষ্মীপুজোয় দক্ষিণবঙ্গ না ভিজলেও বৃষ্টি হয়েছে উত্তরে৷ এবার কালীপুজোয় বাংলার আকাশে দুর্যোগের মেঘ৷ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দীপাবলীতে৷ নেপথ্যে সুপার সাইক্লোন৷

জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের দিকে আগামী সপ্তাহে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। আগামী ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে এই সুপার সাইক্লোন সৃষ্টি হওয়ার কথা রয়েছে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তা সরাসরি আঘাত হানতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। ঝড়ের গতি ঘণ্টায় ২০০ কিমি পর্যন্ত ছুঁতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।

এটা যদি হয় তাহলে কালীপুজোতে বৃষ্টি হওয়ারই প্রবল সম্ভাবনা। কারণ আপাতত বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা রাজ্যে নেই। কিন্তু এটাও জানা গিয়েছে যে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। গরম অনুভূত হবে কিছুটা। আগামী সপ্তাহের শুরুর দিক থেকে আবহাওয়ার বদল ঘটবে।

দু’দিন আগেই দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। প্রত্যেক জেলাতেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানান হয়েছিল এবং তা কার্যত হচ্ছেই। বৃষ্টি থেকে নিস্তার পাবে না কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাও, এই কথাও বলা হয়েছে।

You May Also Like