আবারও কর্মবিরতি ডাক ডিএ আন্দোলনে সংগঠনের তরফে

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার এই পরিস্থিতিতে তাদের অনুকূলে দু দফায় মহার্ঘ্য ভাতা বা ডিএ বাড়িয়েছে মমতা সরকার। তবে তাতেও খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীগণ।

কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ ভাতার পার্থক্য। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ বর্তমানে ৪৬ শতাংশ। যা শীঘ্রই বেড়ে ৫০ শতাংশ হতে পারে। বাংলা ও কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক হবে ৩৬ শতাংশ।

এই পরিস্থিতিতে ডিএ আন্দোলনে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন, “এ মাসের ২৭ তারিখ সব রাজ্য সরকারি দফতরে কর্মবিরতি পালন করা হবে। কর্মচারীরা কাজে যাবেন কিন্তু কাজ করবেন না। আগামী মাসে ৩ তারিখ আমাদের একটা মিছিল আছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে। মার্চের ৬ এবং ৭ তারিখ গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছি।”

You May Also Like