আসন্ন নির্বাচন পূর্বে বড় সিদ্ধান্ত কমিশনের

0 min read

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। খুব সম্ভবত ফেব্রুয়ারী মাসের শেষের দিকেই। ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

সাধারণ ভোটের দিন ঘোষণার পরেই রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী। ওদিকে সম্প্রতি ভোটের জন্য দেশের সমস্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই চিঠি থেকে জানা গিয়েছে, এ বার লোকসভা ভোটে সারা দেশে বাংলার জন্যই সবচেয়ে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন।

কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভাবে ভোট করানোর জন্য তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছে। ওদিকে বাংলার পরই রয়েছে জম্মু ও কাশ্মীর। সেখানে নির্বাচন করানোর জন্য চাওয়া হয়েছে ৬৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

You May Also Like