‘প্রতারক’ হবু স্বামীকে নিজের হাতে গ্রেপ্তার

0 min read

বিয়ের দিনক্ষণ প্রায় পাকা হয়ে গিয়েছে। এরইমাঝে জানতে পারলেন হবু স্বামী একজন প্রতারক। তাই পুলিশ হিসেবে নিজের দায়িত্ববোধ না এড়িয়ে নিজেই হবু স্বামীর হাতে হাতকড়া পরালেন পুলিশের উপপরিদর্শক জুনমনি রাভার। ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের নাগাঁও এলাকায়।

এনডিটিভির প্রতিবেদন মারফত জানা গিয়েছে, অভিযুক্ত রানা পগাগ নিজেকে আসামের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) কর্মকর্তা বলে দাবি করতেন। সেখানে চাকরি দেওয়ার নাম করে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন পগাগ। এরই মধ্যে পগাগের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাগাঁও পুলিশের উপপরিদর্শক জুনমনি রাভার। বিয়ের আগে জুনমনিকে বলেছিলেন, তিনি ওএনজিসিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। গত বছরের অক্টোবরে তাঁদের আংটি বদল হয়। আগামী নভেম্বরে ছাদনাতলায় বসার কথা ছিল। এর মধ্যে জুনমনি জানতে পারেন তাঁর হবু স্বামী আসলে এক প্রতারক। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আর দেরি করেননি জুনমনি। নিজেই এফআইআর করেছেন। এরপর পগাগকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে গেছেন। নমনি সংবাদমাধ্যমকে বলেন, ‘ওই তিন ব্যক্তির প্রতি আমি কৃতজ্ঞ যাঁরা আমার কাছে রানা পগাগের কুকীর্তির তথ্য নিয়ে এসেছিলেন। তাঁরা আমার চোখ খুলে দিয়েছেন।’

You May Also Like