অতিভারী বৃষ্টির ফলে জাগছে আশঙ্কা, উত্তরপ্রদেশে বাড়ছে মৃত্যুর সংখ্যা

1 min read

চারিদিকে মুখ ভার আকাশের। এই মুহূর্তে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আবহাওয়া। আবহাওয়া দফতরের আগামী সপ্তাহ থেকে ভারি বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। পুজোতেও হতে পারে বৃষ্টি। কিন্তু তার আগে যোগীরাজ্য উত্তরপ্রদেশে যা হচ্ছে তাতে ভয় পেতে হয়। রাজ্যে শেষ কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে এবং তার ফলে সৃষ্ট দুর্যোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে।

এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ওই রাজ্যে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে দুর্যোগে। মূলত মাত্রাতিরিক্ত বর্ষণের ফলেই উত্তরপ্রদেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টা টানা লখনউজুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। রাস্তায় জল জমা থেকে শুরু করে, ধস নামা, একাধিক বাড়ি নষ্ট হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার পর্যন্ত উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অত্যন্ত সতর্ক করে আবহাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, এখনই এই বৃষ্টি থামছে না। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী কয়েক দিনের জন্য স্কুল-কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এদিকে যে সব জায়গা থেকে আটকে পড়ে যাওয়ার খবর আসছে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সেই উদ্ধারকাজ চলছে এখন পুরোদমে। শুধুমাত্র লখনউতেই ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

You May Also Like