চলতি মাসেই পৃথিবীর খুব কাছে আসবে বৃহস্পতি

1 min read

চলতি মাসেই এক বড় ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী৷ রাতের আকাশে দূরবিনে চোখ রেখে তারাদের দেশে হারিয়ে যাওয়ার সাধ অনেকেরই থাকে৷ এই বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যভেদে মরিয়া হয়ে ওঠে দুটো চোখ৷ গ্রহ-নক্ষত্রদের সলুক সন্ধানে নেমে পড়েন মহাকাশপ্রেমীরা৷ তাঁদের জন্য এবার সুখবর৷

রাতের আকাশে এবার পৃথিবীর খুব কাছে বৃহস্পতি৷ এক দিনের জন্য হলেও খুব কাছ থেকে দেখা যাবে ‘গুরু’ বৃহস্পতিকে৷ আগামী ২৬ সেপ্টেম্বর এই সুবর্ণ সুযোগ আসতে চলেছে৷ শুধু তাই নয়, দূরবিক্ষণ যন্ত্রে চোখ রাখলে দেখা মিলতে পারে সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহের তিন-চারটি উপগ্রহেরও৷

আগামী ২৬ সেপ্টেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে বৃহস্পতি৷ কপক্ষপথের অবস্থান অনুযায়ী সাধারণত পৃথিবী থেকে বৃহস্পতির সর্বাধিক দূরত্ব ৬০ কোটি মাইল। তবে ২৬ তারিখ নীল গ্রহ থেকে ‘গুরু’ বৃহস্পতির দূরত্ব থাকবে ৩৬.৫ কোটি মাইল। গত ৭০ বছরে এই প্রথম পৃথিবীর এত কাছাকাছি চলে আসবে বৃহস্পতি।

প্রতি ১৩ মাস অন্তর পৃথিবীর ঠিক বিপরীত অবস্থানে বিরাজ করে বৃহস্পতি। অর্থাৎ পশ্চিম দিকে সূর্যাস্ত ঘটলে, পূর্বে থাকে বৃহস্পতি। ফলে অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরে বৃহস্পতিকে বড় দেখায়। তাই ‘গুরু’কে নিয়ে মহাকাশপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়ছে৷ প্রাপ্তির এখানেই শেষ নয়৷ ওই দিন দেখা মিলতে পারে বৃহস্পতির তিন-চারটি উপগ্রহেরও৷ ১৭ শতকে গ্যালিলিও প্রথম বৃহস্পতির তিনটি উপগ্রহ নিরীক্ষণ করেছিলেন।

You May Also Like