অশোক লেল্যান্ডের নতুন ডিলারশিপ

1 min read

ভারতের অগ্রণী কমার্সিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচারার অশোক লেল্যান্ড ত্রিপুরার আগরতলায় একটি নতুন ৩-এস (সেলস/ সার্ভিস/ স্পেয়ার্স) ডিলারশিপ উদ্বোধন করল। আগরতলার তুলাকোনা বাইপাস রোডে অবস্থিত এই ডিলারশিপের নাম তিরুপতি মোটর্স। এখানে অ্যাক্সিডেন্ট রিপেয়ার ফ্যাসিলিটি-সহ ৪টি ‘বে’ রয়েছে।

বাংলাদেশে চট্টগ্রাম ড্রাই পোর্ট নির্মাণের কাজ সমাপ্ত হলে কলকাতা থেকে আগরতলায় কন্টেনার পাঠানো সম্ভব হবে এই ড্রাই পোর্টের মাধ্যমে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায় অশোক লেল্যান্ডের আরও ৯টি আউটলেট চালু হতে চলেছে, যেগুলির মাধ্যমে উত্তরপূর্ব ভারতের ক্রমবর্ধমান চাহিদা মেটানো যাবে।

 বর্তমানে অশোক লেল্যান্ড উত্তরপূর্বাঞ্চলের প্রায় সব প্রধান কমার্সিয়াল হাবে উপস্থিত রয়েছে ৯টি ৩-এস টাচপয়েন্ট, ১৩টি সার্ভিস ওয়ার্কশপ ও ৬টি ওয়ার্কশপ-অন-হুইলস’এর মাধ্যমে। এছাড়া গুয়াহাটিতে একটি এক্সক্লুসিভ ওয়্যারহাউস স্থাপন করা হয়েছে এই অঞ্চলের গাড়ির চাহিদা পূরণের জন্য।

You May Also Like