আসাম সরকার ফ্রন্টলাইন কর্মীদের জন্য প্রণোদনা ঘোষণা করেছে

1 min read

আসাম সরকার আসামের ফ্রন্টলাইন কর্মীদের জন্য প্রণোদনা ঘোষণা করেছে যারা টিকা অভিযানে নিযুক্ত রয়েছে।

রাজ্য সরকার টিকা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের মাসিক বেতন সহ প্রতিটি অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ (ANM)-কে প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, “আর্থিক প্রণোদনা জানুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও আমরা প্রতিটি আশা সহায়তাকারী এবং ভ্যাকসিন যাচাইকারীকে প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক প্রণোদনা দেব। এছাড়াও, রাজ্য সরকার ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যের প্রতিটি আশা কর্মীকে ১,০০০ টাকা প্রণোদনা দেবে৷ সুপারভাইজারও ১,৫০০ টাকা পাবেন৷ রাজ্য স্বাস্থ্য বিভাগ শীঘ্রই একটি তালিকা অবহিত করবে।”

তিনি বলেছিলেন যে কোভিড-19 এর তৃতীয় তরঙ্গ ইতিমধ্যেই ১লা জানুয়ারী রাজ্যে আঘাত করেছিল এবং এটিও জানিয়েছিল যে রাজ্যে প্রায় ৮০টি ডোজ কোভিড-19 ভ্যাকসিনের স্টক রয়েছে।

You May Also Like