চিতার আতঙ্ক রসিকবিল সংলগ্ন এলাকায়, ছাগলের টোপ বসালো বন দপ্তর

1 min read

কোচবিহার: চিতা বাঘের পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক ছাড়ালো রসিকবিল এলাকায়। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে কোচবিহার জেলার  বক্সিরহাট থানার রসিকবিল সংলগ্ন বনাঞ্চল এলাকায়। জানাযায়, রসিকবিল সংলগ্ন কামাখ্যাগুড়ি রাজ্য সড়ক ধরে বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকা এক বাইক আরোহী একটি গাছে ছোপ ছোপ চিতা বাঘের মত  দেখতে পান তড়িঘড়ি বাইক আরোহী রসিকবিলের দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানালে তড়িঘড়ি বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেলে একটি মাঝ বয়সী চিতা বাঘ দেখতে পান। তার পায়ের ছাপ লক্ষ্য করেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রসিকবিল সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বন দফতরের কর্মীরা এরপর ছাগলের টোপ বসান এলাকায়।

এই এলাকায় আগে কখনো চিতা বাঘের মত বন্যজন্তুর আনাগোনা নেই বলেও স্থানীয়সূত্রে জানাযায়।
পরবর্তীতে আটিয়ামোচড় ও নাগুরহাট রেঞ্জার এর তৎপরতায় কোচবিহার থেকে খাঁচা নিয়ে এসে, রাতে রসিকবিল বনাঞ্চল সংলগ্ন এলাকায় ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।

You May Also Like