মাধ্যমিক শুরুর দিনই বনধের ডাক

1 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে লাগাতার চর্চা চলেছে এবং এখনও চলছে। এই ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ পাশের বিরোধিতায় বনধের ডাক দিয়েছে জিটিএ বিরোধীরা। আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। ঘটনাচক্রে ওই দিন শুরু মাধ্যমিক পরীক্ষা।

২৩ তারিখ বনধের ডাক দেওয়া হলেও তার আগেই আপাতত ২৪ ঘণ্টার অনশন শুরু করেছে জিটিএ বিরোধী গোষ্ঠী। তাদের মধ্যে আছেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। দার্জিলিঙের ভানু ভবনের সামনে অনশন চলার পাশাপাশি আগামী বৃহস্পতিবারের বনধের ঘোষণা করা হয়েছে। জিটিএ বিরোধীরা পাহাড়বাসীকে অনুরোধ জানিয়েছে যাতে তারা ওই দিন ১২ ঘণ্টার জন্য দোকানপাট বন্ধ রাখে।

প্রসঙ্গত, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে হবে এমন দাবি একাধিক বিজেপি নেতা করেছিলেন। যা নিয়ে রাজ্য জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। তৃণমূল এ বিষয়ে বিজেপিকে তুলোধনা করে। পশ্চিমবঙ্গ অখণ্ড থাকুক, এটাই সবাই চান তাঁরা। কিন্তু সম্প্রতি দলেরই এক বিধায়কের মুখে উল্টো সুর শোনা যাওয়ায় আরও চাপ বেড়েছে। কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা পাহাড়ের মানুষের ভাবাবেগকে মর্যাদা দিতে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবি জানান।

You May Also Like