বড় ঘোষণা মেটার তরফে

1 min read

বড় ঘোষণা, এবার থেকে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য গুনতে হবে গ্যাঁটের কড়ি। ঘোষণা করল মেটা। ফেকসবুক-ইন্সটাগ্রাম-এর পেইড সাবস্ক্রিপশন সার্ভিসের ঘোষণা করলেন জুকারবার্গ৷ মেটা-র সিইও মার্ক জুকারবার্গ জানান, এবার থেকে ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবা চালু করা হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বা ‘ব্লু’ ব্যাজের জন্যেই এই প্রিমিয়াম পরিষেবা৷

অ্যাকাউন্টে ব্লু টিক পেতে ইউজারদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হবে। আপাতত ফেসবুক-ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রতি মাসে ১১.৯৯ ডলার ফি ধার্য করা হয়েছে৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার টাকা। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘Meta Verified’। এই পরিষেবার মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজাররা সরকারি পরিচয়পত্র দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন৷ সেই সঙ্গে পেয়ে যাবেন ‘ব্লু’ ব্যাজ৷

মেটার তরফে জানানো হয়েছে, যারা এই পরিষেবা গ্রহণ করবেন, তাঁদের অ্যাকাউন্ট বা প্রোফাইলে একটি বিশেষ ব্যাজ থাকবে, যা বুঝিয়ে দেবে যে এই ইউজারের অ্যাকাউন্টটি সরকারি পরিচয়পত্র দেখে যাচাই করা হয়েছে। এই পেইড ভেরিফায়েড পরিষেবা ভুয়ো প্রোফাইল বা ভুয়ো পরিচয়ে প্রতারণার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে।

You May Also Like