মাথাভাঙ্গায় শুরু হোলো ভান্ডানি পুজো

0 min read

দুর্গাপূজার রেষ কাটতে না কাটতেই মাথাভাঙ্গা ভান্ডানি পুজো কমিটির উদ্যোগে মাথাভাঙ্গা শহরের কাছারি মাঠে শুরু হোল ভান্ডানি পুজো।মাথাভাঙ্গা ভান্ডানির পুজো কমিটির সম্পাদক সুশান্ত মোহন্ত এবং সাধারণ সম্পাদক গৌতম বর্মন জানান দেবী দুর্গা মর্ত্যে যাওয়ার পথে উত্তরবঙ্গের রাজবংশী এলাকায় বনের ধারে পথ হারিয়ে ফেলে,তখন স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষরা দেবীকে আবিষ্কার করেন এবং পুনরায় একাদশীর দিন পূজার ব্যবস্থা করেন। এই দেবী লোকায়ত ভঙ্গিমায় আছেন।তিনি শুধু আশীর্বাদ করেন।ভান্ডার ভরিয়ে দেন বলেই তিনি ভান্ডানি রূপে পুজিত হন। সেই থেকেই ভন্ডানী পুজো শুরু হয় উত্তরের বিভিন্ন এলাকায় এমনটাই জানালেন উদ্যোক্তা তথা শিক্ষক মহেশ রায়।
তিনি আরো বলেন আমাদের দেবী মা শুধু দুই হাত ভরে আশীর্বাদ দেন তাই তিনি আমাদের কাছে ভান্ডানী মা।এই পুজোর প্রসাদ হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ হল দই ,চিড়া, আঠিয়া কলা এবং নিজস্ব ঘরানার সামগ্রী।
জানা গিয়েছে এই ভন্ডানি পুজো শুধু মাথাভাঙ্গা শহরে নয়, নয়ারহাট,প্রেমের ডাঙ্গা,জোরশিমুলি, গোলকগঞ্জ সহ নানা স্থানে হয়।

You May Also Like