কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা

1 min read

দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, ইত্যাদি পেয়ে থাকে।

এক পরিসংখ্যান অনুসারে দেশের ১০০ কোটি গ্রাহক রেশন কার্ড ব্যবহার করে। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা AAY, PHH, SPHH এর মতো বিপিএল কার্ড হোল্ডাররা বিনামূল্যে রেশন থেকে চাল, ডাল, তেল, গম, ছোলা, আটা, তেল পেয়ে থাকেন। মোদি সরকার জানিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।

অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও কিছু দ্রব্য বিনামূল্যে দেওয়া হয় RKSY-I এবং RKSY-II রেশন কার্ড হোল্ডারদের। খাদ্য আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উপভোক্তারা গত এক বছর ধরে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন।

You May Also Like