রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে দীপাবলির আগে কর্মরত কর্মচারীদের মুখে হাসি ফোটানোর জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

এবার একলাফে চার শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সূত্রের খবর, হেমন্ত সোরেনের সভাপতিত্বে রাজ্য সভার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। রাঁচিতে অর্থ বিভাগের প্রধান সচিব অজয় কুমার সিং জানিয়েছেন, এবার থেকে রাজ্য সরকারের কর্মচারীরা ৪৬ শতাংশ ডিএ পাবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে এই নতুন ডিএ কার্যকর হবে ২০২৩ সালের জুলাই মাস থেকে। বর্তমান কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও পাবে এই সুবিধা। অন্যদিকে কর্মচারীরা তাদের এই ডিএ হাতে পাবেন নভেম্বর থেকেই। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে ডিসেম্বরের ১ তারিখে।

You May Also Like