বড় ঘোষণা বিষ্ণুপুরের সংসদের তরফে

1 min read

বড় সুখবর রেলযাত্রীদের জন্য। নিত্য নতুন রেল আনা থেকে শুরু করে লাইন বিস্তার, সব ক্ষেত্রেই ভারতীয় রেল পৌছে যাচ্ছে সাধারণ মানুষের হৃদয়ে। সেই রেলপথ এবার যুক্ত করবে বাঁকুড়া ও হাওড়াকে। এবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার জন্য তৈরি করা হতে পারে একটি নতুন রেলপথ।

জানা যাচ্ছে ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন এই রেলপথ তৈরি করার জন্য। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন খুব দ্রুত এই রেলপথ তৈরির কাজ শুরু হবে। হাওড়া থেকে বাঁকুড়া পর্যন্ত নতুন রেলপথ তৈরির জন্য গত মঙ্গলবার ডাকা হয় টেন্ডার। রেলের এই টেন্ডার ডাকার পর বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, এখন শুধু সময়ের অপেক্ষা। এই রেলপথ শুরু হয়ে গেলে দূরত্ব কমে যাবে বাঁকুড়া ও কলকাতার।

বর্তমানে বাঁকুড়া-কলকাতা যাতায়াতের জন্য খড়গপুর হয়ে ঘুর পথে যাতায়াত করতে হয়। বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত রেলপথ থাকলেও, হাওড়ার সাথে মশাগ্রামের সংযোগ নেই। এমন অবস্থায় খড়গপুর দিয়ে ঘুর পথে যাতায়াতের ফলে অনেক সময় নস্ট হয়। নতুন এই রেললাইন তৈরি হলে এবার সহজেই সরাসরি বাঁকুড়া থেকে হাওড়া ও হাওড়া থেকে বাঁকুড়া যাতায়াত করা যাবে।

You May Also Like