বড় ঘোষণা আদালতের তরফে

0 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে ২০১৬ সালের প্যানেল থেকে এক ধাক্কায় ৩৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিল হয়েছে।

পাশাপাশি আদালতের নির্দেশ, আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যাবতীয় দুর্নীতি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে তাই সরকার যদি মনে করে তাহলে এই গোটা নিয়োগ প্রক্রিয়ার জন্য খরচ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির থেকে নিতে পারে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

জানানো হয়েছে, অপ্রশিক্ষণপ্রাপ্ত যে ৩৬ হাজার জনের নিয়োগ বাতিল হচ্ছে, তারা সকলেই আপাতত চার মাস প্যারা টিচারের বেতন নিয়ে কাজ করতে পারবেন। আদালত আরও জানিয়েছে, যাদের চাকরি বাতিল হচ্ছে, তারা যদি প্রশিক্ষণ নিয়ে থাকলে তারাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

You May Also Like