আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাম্প্রতিককালে বিধায়কদের ভাতা প্রায় ৪০ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধিত হারে ওই বেতনের টাকা এবার দিতে চলেছেন শুভেন্দু। আগামী অক্টোবর মাস থেকেই সেই বর্ধিত হারে ভাতা পাবেন রাজ্যের বিধায়করা‌।

তার থেকেই ওই বর্ধিত টাকা সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দেবেন শুভেন্দু। তবে বিরোধী দলনেতা একা নন, বিজেপির সব বিধায়করাই এই টাকা দেবেন। এই প্রসঙ্গে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘আমাদের নামে প্রচুর মামলা রয়েছে। সেই কারণে আইনি খরচের জন্য শুভেন্দু অধিকারী তাঁর বর্ধিত বেতন আমাদের দিতে চেয়েছেন। আমরা তাঁর থেকে নেওয়া অর্থ সরকারি কর্মচারী পরিষদকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

You May Also Like