বড় ঘোষণা সরকারের তরফে

0 min read

ভোট পরবর্তী পরিস্থিতিতেই বড় ঘোষণা সরকারের তরফে। জানা যাচ্ছে, রাজ্যের সব পুরসভা ও পুরনিগম এলাকার হকারদের দেওয়া হবে বিশেষ সুযোগ। রাজ্য সরকারে এই নতুন স্কিমে আসন্ন পুজোয় একটু হাসির আলো দেখতে পারবে রাজ্যের হকাররা। হকারদের স্বাবলম্বী করে তুলতে তিন দফায় মোট ৮০ হাজার টাকা ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা যাচ্ছে, প্রথম দফায় দেওয়া হবে ১০ হাজার টাকা। সেই ঋণ পরিশোধ করতে পারলে দেওয়া হবে পরের দফার ঋণ। এই পরিমাণ হল ২০ হাজার টাকা। এবং এই ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সীমা হল ১ বছর। নির্ধারিত সময়ের মধ্যে এই ঋণ পরিশোধ করতে পারলে ঐ হকার পাবেন আরও ৫০ হাজার টাকা।

যে ব্যাঙ্ক এই ঋণ দেবে তাদের নির্ধারিত সুদের হারের উপর ৭ শতাংশ ছাড় পাবে হকাররা। এটার জন্য হকাররা যে পুরসভা বা পুরনিগম এলাকায় ব্যবসা করেন সেখানে গিয়ে আবেদন করতে হবে তাদের। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রায় ৭৫ হাজার ২৭২টি আবেদন জমা পড়েছে। তারমধ্যে ৪৬ হাজার ৫৬৯টি আবেদন অনুমোদিতও হয়েছে।

You May Also Like