বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে টেট অনুত্তীর্ণ, অথচ চুটিয়ে করছেন চাকরি! এবার বিরাট পদক্ষেপ নিল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কেন্দ্রীয় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা।
জানা গিয়েছে, ২০১৪ সালের টেট পাশ করেননি অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা বানানো হয়েছে। এবার সেই তালিকা দেখেই ধরে ধরে সেই সকল শিক্ষকদের বয়ান রেকর্ড শুরু করল সিবিআই।
সিবিআই সূত্রে দাবি, অনুত্তীর্ণ শিক্ষকদের বয়ান অনুযায়ী, কেউ কেউ সরাসরি, কেউ আবার জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে। টেট অনুত্তীর্ণ শিক্ষকদের একাংশকে জিজ্ঞাসাবাদ করেই এই বিস্ফোরক তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। এভাবেই এরপর একে একে বাকি জেলার শিক্ষকদের বয়ান রেকর্ড করবে সিবিআই।