বড় ঘোষণা সরকারের তরফে

0 min read

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

তবে এবার রেশন কার্ড হোল্ডারদের জন্য উঠে আসছে বড় সুখবর। রেশন নিয়ে এবার কর্ণাটক সরকারের তরফে ‘অন্ন ভাগ্য’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হল। এই প্রকল্পের আওতায় পরিবারগুলিকে প্রতি মাসে ১৭০ টাকা করে দেওয়া হবে।

এই টাকা ব্যবহার করা যেতে পারে ৫ কেজি চাল কেনার জন্য। সরকারের তরফে এই টাকা পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লিংক থাকতে হবে আধার কার্ডের সাথে। প্রকল্পের আওতায় বিপিএল পরিবারগুলি প্রতি মাসে ১০ কেজি করে চাল পাবে। এই দশ কেজির মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে পাঁচ কেজি চাল।

You May Also Like