খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ

0 min read

খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় চিতাবাঘটি।জানা গিয়েছে, এদিন স্থানীয়রা খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পান।

এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।পরবর্তীতে বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে।আপাতত ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে বলে জানিয়েছে বন দপ্তর।

চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।তবে খাঁচাবন্দি চিতাবাঘটি সেই মানুষখেকো কিনা, তা নিয়ে সংশয়ে বাসিন্দারা।একইসঙ্গে বন দপ্তরের তরফে টহলদারিরও দাবি জানান তাঁরা।

You May Also Like