বড় খুশির খবর কেন্দ্র সরকারের তরফে

1 min read

মরণাত্মক রোগের কথা হলেই আগেই মনে হয় ক্যান্সারের কথা। এখন পর্যন্ত এই রোগের পুরোপুরি চিকিৎসা চালু হয়না আগেই মনে হয়নি। সমীক্ষা বলছে, সার্ভিক্যাল ক্যান্সার সারা বিশ্বেই থাবা ফেলেছে। যে সব ক্যান্সার মেয়েদের শরীরে বাসা বাঁধে তার মধ্যে সার্ভিক্যাল ক্যান্সার চতুর্থ বৃহত্তম ক্যান্সার।

এবার সার্ভিক্যাল ক্যান্সারের ঘটনা কমানোর জন্য, কেন্দ্রীয় সরকার বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে হিউম্যান প্যাপিলোমাভাইরাস এর বিরুদ্ধে একটি টিকা দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে। গোটা ভারত জুড়ে ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের জন্য এই টিকার ব্যবস্থা করছে সরকার। সরকারের নিয়মিত টিকাদান কর্মসূচিতে HPV ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হবে।

কমপক্ষে ১৪টি HPV প্রকারকে ক্যান্সার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে, HPV প্রকার ১৬ এবং ১৮ অঙ্কোজেনিক হিসাবে বিবেচিত, যা বিশ্বব্যাপী সমস্ত সার্ভিকাল ক্যান্সারের প্রায় ৭০ শতাংশের কারণ। যে কারণে বয়ঃসন্ধিকালে মেয়েদের এই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রাথমিকভাবে স্কুল চত্বরেই শুরু হবে টিকাপ্রদান।

You May Also Like