বড় খুশির খবর, এবার ভারতীয়দের নাম মনোনীত করল ওয়াশিংটন

1 min read

বড় খুশির খবর, আরও একবার ভারতীয়দের জয়৷ বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গার নাম মনোনীত করল ওয়াশিংটন। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য যোগ্যতম ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। এর আগে বিশ্বের প্রথম সারির পেমেন্ট সংস্থা মাস্টারকার্ডের চিফ এক্সিকিউটিভ হিসাবে কাজ করেছেন অজয় বঙ্গা। মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন ডেভিড মালপাস।

তিনি যদি বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হন, তাহলে তিনিই হবে এই পদে প্রথম ভারতীয়। ৬৩ বছরের বঙ্গা ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি এখন মার্কিন নাগরিক। বর্তমানে জেনারেল ইকুইটি নামে এক মার্কিন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। বঙ্গার জন্ম মহারাষ্ট্রের পুণেতে৷ বাবা হরভজন সিং বঙ্গা ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ আধিকারিক।

এক বিবৃতিতে বাইডেন বলেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্তমান বিশ্বে যে সংকটগুলি আমাদের সামনে রয়েছে, তা সামলানোর জন্য সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে অজয় বঙ্গারই। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে বিশ্ব ব্যাঙ্ককে নেতৃত্ব দিতে পারেন একমাত্র বঙ্গা।

You May Also Like