জলপাইগুড়িতে স্পেশাল সরকারি বাস মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য

0 min read

মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল সরকারি বাস এবং বনদপ্তরের গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিষেবা জলপাইগুড়িতে। হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জলপাইগুড়ির টাকিমারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় শোক প্রকাশ করেন। পরীক্ষার্থীদের জন্য স্পেশাল  বাসের ব্যবস্থার নির্দেশ দেন ওই এলাকায়। শুক্রবার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, জেলা শাসক মৌমিতা গোদরা বসু, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ফরেস্টের আধিকারিকরা পৌঁছে যান মৃত পরীক্ষার্থীর বাড়িতে পরিবারের সাথে দেখা করেন এবং পাঁচ লক্ষ্য টাকার চেক তুলে দেন। এদিন সরকারি ভাবে এক্সট্রা স্পেশাল বাস এবং ফরেস্টের গাড়ির ব্যবস্থা করা হয় ওই এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।এদিন সকাল থেকেই চলছে সচেতনতা মাইকিং প্রচার। ফরেস্ট এলাকা দিয়ে পুরোপুরি বন্ধ যাতায়াত। বনকর্মীরা নজরদারি চালাচ্ছে ফরেস্ট এলাকায়।

You May Also Like