প্রকাশ্যে এলো বড় তথ্য, দুর্নীতির কবলে ভারত

1 min read

প্রকাশ্যে এলো বড় তথ্য, দুর্নীতির কবল থেকে দেশকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করেছে নরেন্দ্র মোদী সরকার৷ যার মধ্যে অন্যতম অবশ্যই ডিমানিটাইজেশন৷ অন্তত তেমনটাই দাবি করে থাকে গেরুয়া শিবির৷ কারণ, বিশ্ব দু্র্নীতি সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ৮৫ নম্বরে।

‘বিশ্ব দুর্নীতি সূচকের’ সর্বশেষ তথ্য অনুসারে, দুর্নীতির তালিকায় স্থান পাওয়া ১৮০টি দেশের মধ্যে ৪০ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ৮৫-তে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুসারে, ৯৫ শতাংশ দেশই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ। অর্থনৈতিক ক্ষেত্রে দেশগুলির কাজের ভিত্তিতে নম্বর দিয়ে থাকেন তারা।

সকল তথ্যের ভিত্তিতেই ১৮০টি দেশ ও অঞ্চলকে সূচক ০ থেকে ১০০-এর স্কেল ব্যবহার করে এই তালিকা তৈরি হয়। এ ক্ষেত্রে শূন্য বলতে বোঝানো হয় অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। ১০০ অত্যন্ত স্বচ্ছ। সেই হিসাবে ভারতের স্কোর ৪০। এই তালিকায় সর্বোচ্চ স্কোর নিয়ে স্বচ্ছ্বতার শীর্ষে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড ও নরওয়ে।

এ ছাড়া ৪৫ নম্বরে রয়েছে চিন, ৩৮ নম্বরে ইন্দোনেশিয়া, ২৮ নম্বরে পাকিস্তান এবং ২৬ নম্বরে রয়েছে বাংলাদেশ৷ সূচক অনুসারে, ভুটান বাদে ভারতের সব প্রতিবেশীই তাদের চেয়ে নিচে রয়েছে। অন্যদিকে ১৬ ধাপ নেমে দুর্নীতি সূচকে ১৪০ নম্বরে অবস্থান করছে পাকিস্তান৷

You May Also Like