মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর

0 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সব ঠিক থাকলে মে মাসেই চালু হবে বন্দে ভারত মেট্রো। জানা গিয়েছে, ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে ১৬ কোচের এই বন্দে ভারত মেট্রো।

বন্দে ভারত মেট্রো ট্রেনের নকশা করেছেন রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার শ্রীনিবাস। আগামী মে মাসে প্রথম রেক নামার কথা ট্র্যাকে। চলতি মাসের শেষের দিকে কারখানায় পরীক্ষার জন্য তৈরি হবে প্রথম প্রোটোটাইপ। এরপর কোচগুলি পরীক্ষা করা হবে রেলের তরফে। তারপরেই ভারতীয় রেলের পরিষেবা দেওয়া হবে। জিএম আরোও জানান, চলতি অর্থ বর্ষে নয়টি বন্দে ভারত মেট্রো তৈরীর কথা রয়েছে।

এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ১৬টি কোচে সব মিলিয়ে মোট ৪ হাজার ৩৬৪ জন যাত্রী আরামদায়ক ভাবে ভ্রমণ করতে সক্ষম। জরুরি পরিস্থিতিতে লোকো পাইলট এর সঙ্গে যোগাযোগের জন্য টকব্যাক এর সুবিধা থাকবে।

You May Also Like