বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

1 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। হাওড়া-বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার নতুন করে পরিষেবা আরম্ভ করছে।

পাশাপাশি এই ট্রেনের ভাড়াও কমেছে অনেকটা। কোভিডের সময়ে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় পূর্ব রেলপথের হাওড়া-বর্ধমান-রামপুরহাট লুপ লাইনে। যদিও লকডাউনের পর পরিষেবা স্বাভাবিক হয়। বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার নাম হঠাৎ করে বদলে করা হয় হাওড়া রামপুরহাট বিশ্বভারতী স্পেশাল।

গুসকরা স্টেশন থেকে বর্ধমান স্টেশনের ভাড়া যেখানে ১০ টাকা ছিল, সেখানে যাত্রীদের ৩০ টাকা ভাড়া গুনতে হত বিশ্বভারতী স্পেশাল, তিনপাহাড় স্পেশাল ও জয়নগর এক্সপ্রেসের ক্ষেত্রে। তবে গত ২২ শে ফেব্রুয়ারি থেকে ভাড়া কমানো হয়েছে ট্রেনগুলোর। রামপুরহাট থেকে হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারে ভাড়া ৪৫ টাকা, বর্ধমান রামপুরহাট পর্যন্ত ২৫ টাকা ভাড়া হয়েছে।

You May Also Like