বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

0 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রেল সব ধরনের যাত্রীদের কথা মাথায় রেখে এবার নিয়ে এসেছেন নন এসি বন্দে ভারত এক্সপ্রেস। পুশ পুল ট্রেন বলা হচ্ছে এটিকে। ইতিমধ্যেই রেল এই ট্রেনের জন্য ঠিক করেছে পাঁচটি রুট। তবে এতে থাকবে না এসি কামরা।

স্লিপার ক্লাস সহ মোট ২২ টি কোচ রয়েছে এই ট্রেনে। ১২টি স্লিপার এবং ৮টি জেনারেল কামরা রয়েছে এর মধ্যে। গেজ ফ্যান হিসাবে রাখা হচ্ছে দুটি। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি এই ট্রেনে থাকবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। চার্জিং পয়েন্ট, সামনে এবং পিছনে দুটি লোকোমোটিভ সহ অন্যান্য সুবিধা এই ট্রেনটির বৈশিষ্ট্য।

আপাতত এই ট্রেন পাটনা থেকে নিউ দিল্লি, হাওড়া থেকে নিউ দিল্লি, হায়দ্রাবাদ থেকে নিউ দিল্লি, মুম্বাই থেকে নিউ দিল্লি এবং এরনকুলাম থেকে গুয়াহাটি রুটে চলাচল শুরু করবে। এগুলির মধ্যে বাংলার জন্য রয়েছে হাওড়া থেকে নিউ দিল্লি রুট।

You May Also Like