বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

0 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দূরপাল্লার সফরের জন্য আজও দেশের সিংহভাগ মানুষ ভরসা করে ট্রেনের উপরেই। একদিন, দুই দিন বা কখনও তারও বেশি সময় ধরে যাত্রা করতে হয় মানুষকে।

তাই যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভারতীয় রেল ট্রেনের মধ্যেই খাবারের ব্যবস্থা রাখে। তবে এই খাবারটি বিনামূল্যে পাওয়া যায়না, দিতে হয় অতিরিক্ত টাকা। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে যাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়ার কথা ঘোষণা করেছে। আপাতত দূরন্ত, রাজধানী, শতাব্দির মত প্রিমিয়াম ট্রেনগুলিতে উপলব্ধ রয়েছে এই বিশেষ পরিষেবা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রিমিয়াম ট্রেনে বিনামূল্যে খাবার এবং পানীয় সরবরাহ করা হবে এবং এই সুবিধা পাওয়া যাবে, ট্রেন যদি দুই ঘন্টারও বেশি দেরি করে তবেই। আসলে অনেক সময়ই দেখা যায়, ঘন কুয়াশা বা ট্র্যাকে কাজ চলার কারণে ট্রেন লেট করে স্টেশনে ঢোকে। তাই ক্ষতিপূরণ হিসেবে এই নিয়মটি চালু করেছে রেল কর্তৃপক্ষ।

You May Also Like