বড় খবর মুখ্যমন্ত্রীর তরফে

0 min read

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষীর ভাণ্ডার অন্যতম।

সম্প্রতি লক্ষীর ভাণ্ডারের ভাতাও ডবল করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর এবার লোকসভা ভোট পূর্বে জেলায় জেলায় বিগ বাজার হবে বলে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘আমাদের সেলফ হেলফ গ্রুপের মহিলারা তারপর আমাদের তাঁতিরাও অনেক কাজ করেন। সরকার থেকে যত প্রয়োজনীয় জিনিস আমাদের তাঁতি এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের থেকে নেব। স্থায়ী রোজগারের জন্য এই বন্দোবস্ত। জেলায় জেলায় একটি করে বিগ বাজার গড়ে তোলা। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের জিনিসপত্র সেখানে বিক্রি হবে।’

You May Also Like