বড় সুখবর সরকারের তরফে

1 min read

সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর সরকারের তরফে। রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, নতুন পদ তৈরি করা হবে নবান্নের কর্মীদের পদোন্নতির গতি আরও ত্বরান্বিত করার জন্য। নবান্ন সূত্রে খবর রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে মোট ৩১৬ টি নতুন পদ সৃষ্টি করার। সরকারি কর্মচারীদের পদোন্নতির ব্যাপারে নতুন নীতির সুবিধা আরও সম্প্রসারিত করতে হবে।

নতুন এই পদগুলি তৈরি হবে অতিরিক্ত সচিব থেকে সেকশন অফিসার পর্যায়ে। জানা যাচ্ছে নবান্নের সচিবালয়ে সেকশন অফিসারের সংখ্যা ৪৭০ থেকে বৃদ্ধি করে করা হচ্ছে ৬০০। ২০৮ থেকে বাড়িয়ে ৩০০ করা হচ্ছে অফিসার অন স্পেশাল ডিউটি, স্পেশাল অফিসারের পদ।

অ্যাসিস্টান্ট সেক্রেটারির পদ ১১২ থেকে বেড়ে ১৫০টি, ডেপুটি সেক্রেটারির পদ ১১৪ থেকে বেড়ে ১৫০ ও জয়েন্ট সেক্রেটারির পদ ২০ থেকে বাড়িয়ে ৩০ করা হচ্ছে। এছাড়াও ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-র ক্যাশলেস সুবিধা দেড় লাখ থেকে বাড়িয়ে দু লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

You May Also Like