বড় নির্দেশ বিচারপতির

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের কড়াকড়ি বিচারপতি অমৃতা সিনহার।

বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা উঠলে তিনি বলেন, এর আগে যে বোর্ড ৯৪ জনের নিয়োগ বেআইনি বলে জানিয়েছিল, তাদের কি আসনের চেয়ে অতিরিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল? উত্তর চেয়ে পর্ষদকে হলফনামা দেওয়ার নির্দেশ।

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সিনহা। পাশাপাশি একাধিক মামলায় বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে সেই প্রসঙ্গও তোলেন বিচারপতি। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

You May Also Like